ডেটলাইন কলকাতাঃ এই মূহূর্তে বাংলার জেলায় জেলায় মাসিক ৫০০ ও ১০০০ টাকার সরকারী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে গৃহবধূদের মধ্যে তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পাড়ার জেরক্সের দোকান থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র সংগ্রহ করেছেন অনেকেই। রীতিমতো বিক্রি চলছে এই ফর্ম। এই প্রেক্ষিতেই এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপের জন্য নতুন নিয়মের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এবার দুয়ারে সরকারে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য আলাদা ক্যাম্প থাকছে। সেখান থেকেই ফর্ম বিলি করা হবে। সেই ফর্মে থাকবে ইউনিক নম্বর। সেই নম্বর নথিভুক্ত হবে সরকারের কাছে। আর এই নম্বর ছাড়া ফর্ম ফিল আপ করা যাবে না। এপ্রসঙ্গে তিনি আরও জানান, বাইরে থেকে এই ফর্ম কেনা যাবে না। কোনও সংগঠন যাতে এই ফর্ম নিয়ে বাইরে অর্থের বিনিময়ে বিক্রি করতে না পারেন,তার জন্যই এই ব্যবস্থা। শুধু ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম নয়,কৃষক বন্ধু-স্বাস্থ্যসাথীর ফর্মেও থাকছে ইউনিক নম্বর। এ নিয়ে কারোর অভিযোগ থাকলে তা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে জানানো যাবে। তার জন্য দু’টি নম্বর চালু করছে সরকার। নম্বর দু’টি হল-১০৭০/ ২২১৪-৩৫২৬।