কলকাতার উৎসবকে ‘কান’ চলচ্চিত্র উৎসবের পর্যায়ে নিয়ে যেতে চান মমতা

0
983

ডেটলাইন কলকাতাঃ আগামী বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৫ বছরে পদার্পণ করবে। সেদিকে লক্ষ্য রেখেই রজত জয়ন্তীতে কলকাতা চলচ্চিত্র উৎসবকে কান চলচ্চিত্র উৎসবের পর্যায়ে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে তিনি এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ২৪ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের কাছ থেকে পরামর্শ চান। একইসঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আবেদন করে বলেন, আগামী বছরের জন্য তিনি যেন এখন থেকেই দায়িত্ব নেন।  উত্তমকুমার ও তনুজা অভিনীত ‘অ্যান্টনি ফিরিঙ্গি’‌ ছবি দিয়ে শুরু হয় ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। অমিতাভ বললেন, পুরনো এবং ভালো ছবি সংরক্ষণের লক্ষ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ সরকারের এক প্রশংসনীয় উদ্যোগ। গত ১০০ বছরে অনেক ভালো বাংলা ছবি হয়েছে। তার সংরক্ষণ জরুরি, কারণ সংরক্ষণ না করলে অনেক ভালো ছবি নষ্ট হয়ে যাবে।  স্বর্ণযুগের শিল্পীদের স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল ক্ষমতায় আসার আগে বাংলা ছবির জগৎ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তাঁর সরকারই বাংলা ছবির পুনরুজ্জীবন ঘটায়। ১০-১৭ নভেম্বর  টানা সাতদিন চলচ্চিত্র প্রেমীদের জন্য রয়েছে নানা ভাষার, নানা স্বাদের একগুচ্ছ ছবির সম্ভার। আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে উৎসবের সূচণার আগাম খবর ফের একবার জানান সিনেমাপ্রেমীদের৷ ৭০ টি দেশের ১৭১টি  পূর্ণদৈর্ঘ্যের এবং ১৫০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি শহরের ১৬ টি প্রেক্ষাগৃহে দেখানো হবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here