ডেটলাইন কলকাতাঃ মঙ্গলবার রেড রোডে দুর্গা পুজো কার্নিভাল ঘিরে একদিকে যেমন বিপুল উৎসাহ রয়েছে তেমনই অন্যদিকে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে ব্যাপক সতর্কতা। এতবড় আয়োজনে নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে তার জন্য আজ থেকেই তৎপর হয়েছে পুলিশ। মাঝেমাঝেই কুকুর এনে তল্লাশি ও নজরদারি চলছে। রেড রোডের দু’দিকে যে জায়গাগুলিতে অতিথিরা বসবেন, সেই জায়গাটিও সাজিয়ে তোলার কাজ প্রায় শেষ। মুখ্যমন্ত্রীর ছবিসহ বিশ্ববাংলার লোগো দিয়ে সাজানো হয়েছে এলাকা। নবান্ন সূত্রে জানা গেছে, প্রায় ২৬ হাজার দর্শনার্থীর বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হচ্ছে। এর বাইরেও হাজার পাঁচেক দর্শনার্থী যাতে কার্নিভাল দেখতে পারেন, তারও ব্যবস্থা থাকছে। এবারের কার্নিভালে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মোট ৭২টি দূর্গা প্রতিমা শোভাযাত্রায় অংশ নিচ্ছে বলে জানা গেছে। শোভাযাত্রা শেষ হওয়ার পরই গঙ্গার ঘাটে নিজেদের প্রতিমা বিসর্জন দেবে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। মূলতঃ বিশ্ব বাংলা শারদ সম্মানের শিরোপা পাওয়া পুজো কমিটিগুলিই এবারের এই কার্নিভালে অংশ নিচ্ছে। কার্নিভ্যাল ঘিরে গত কয়েকদিন ধরেই রেড রোডসহ আশপাশ এলাকায় চূড়ান্ত প্রস্তুতি চলছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও। আজ থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে কলকাতা পুলিশ। শোভাযাত্রার জন্য মঙ্গলবার রেড রোড পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও হসপিটাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, মেয়ো রোডের একাংশ বন্ধ থাকবে বলেও জানা গিছে। মঙ্গলবার কার্নিভাল উপলক্ষে মাইক বাজানোর উপরও নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। বিসর্জনের সময় যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য গঙ্গাঘাটে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। একটি সূত্রে জানা গেছে,এবছর কার্নিভাল দেখার জন্য ভিন রাজ্য এবং ভিন দেশ থেকেও বেশ কিছু উৎসাহী অতিথি উপস্থিত থাকবেন দর্শকাসনে।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...