ইংল্যান্ড সফরে পরিবার নিয়ে যেতে পারবেন বিরাট ও হরমনপ্রীতরা

0
579

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ একই সঙ্গে ইংল্যান্ডে দীর্ঘ ক্রিকেট সফরে যাচ্ছে ভারতের পুরুষ ও মহিলা দল। কিন্তু,এই বিদেশ সফরে ক্রিকেটাররা তাদের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার আবেদন জানালেও তা ঝুলে ছিল। বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড,ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ব্রিটেন সরকারের সঙ্গে আলোচনা করছিল। অবশেষে ছাড়পত্র পাওয়ায় খুশি ক্রিকেটার ও তাদের পরিবারও। তাই ৩ জুন বিরাটের সঙ্গে ইংল্যান্ড উড়ে যাচ্ছেন অনুষ্কা শর্মা। পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি মহিলা ক্রিকেটাররাও নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। মহিলা দলও পুরুষ দলের সঙ্গেই ৩ জুন লন্ডনে পৌঁছাবে। আগামী ১৬ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে টেস্ট খেলবেন ভারতের মহিলা দল। কোভিড নিয়ম মেনে লন্ডন থেকে ব্রিস্টলে গিয়ে মহিলা দল এবং তাঁদের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকবেন। একই নিয়ম বিরাট কোহলিদের ক্ষেত্রেও। ইংল্যান্ডে চার মাস থাকবেন বিরাট কোহলিরা। ১৮ জুন সাউদাম্পটনে প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে দল। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। এই দীর্ঘ সফরে সমস্ত ক্রিকেটার যাতে সুস্থ থাকেন, তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা করছে বিসিসিআই। শুধু ক্রিকেটাররাই নন, তাঁদের সফরসঙ্গী স্ত্রী কিংবা পরিবারের সদস্যদেরও একাধিকবার করোনা টেস্ট করা হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here