খড়গপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারে দুর্গাপুরের তৃণমূল নেতা চন্দ্রশেখর

0
1821

ডেটলাইন খড়গপুরঃ রাজ্যের তিন কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন ২৫ নভেম্বর। খড়্গপুর,  কালিয়াগঞ্জ ও করিমপুরের উপনির্বাচনকে ঘিরে সাজ সাজ রব রাজনৈতিক দলগুলোর। নিজেদের অস্তিত্ব রক্ষায় ময়দানে নেমে পড়েছে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলো। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন রাজনৈতিক মহলের কাছে বেশ আগ্রহ সঞ্চার করেছে। এই উপ নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে শাসকদল তৃণমূল। সচরাচর উপনির্বাচনে ইস্তাহার প্রকাশ দেখা যায় না। কিন্তু এ বার স্থানীয় ইস্যুর ভিত্তিতে খড়গপুরের জন্য ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল। মন্ত্রী শুভেন্দু অধিকারী এই ইস্তাহার প্রকাশ করেন। পরিকাঠামো উন্নয়ন, আইআইটির সাহায্যে খড়্গপুরের নিকাশি ব্যবস্থার সংস্কার, আবাস যোজনায় ১০ হাজার স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করতে রেলের সঙ্গে আলোচনার মতো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল এড়াতে গোলবাজারে বিদ্যুৎ সরবরাহের স্থায়ী ব্যবস্থার কথাও বলা হয়েছে। প্রতি ওয়ার্ডে টাইম কলের পরিস্রুত পানীয় জল,  ওয়াটার এটিএমের প্রতিশ্রুতির সঙ্গেই আছে মালঞ্চ ও কৌশল্যা এলাকায় জলাশয় সংস্কারের আশ্বাসও। শুভেন্দু অধিকারীর সঙ্গেই এখানে দলের সমর্থনে ভোটের প্রচারে এসেছেন দুর্গাপুরের যুব নেতা তথা পুরসভার ৪ নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী। খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের বড়াবাত্তি এলাকায় প্রচারসভায় তিনি অংশ নেন। চন্দ্রশেখর ছাড়াও এখানে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জীতেন্দ্র তেওয়ারীও মন্ত্রীর প্রচারসঙ্গী হিসেবে ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here