প্রয়াত ‘রুদালি’র নির্মাতা কল্পনা আজমি

0
1028

ডেটলাইন ওয়েব ডেস্কঃ প্রয়াত হলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা কল্পনা লাজমি। কিডনিতে ক্যানসারের কারনে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। অবশেষে রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪। চিত্রশিল্পী ললিতা লাজমির মেয়ে ও চলচ্চিত্র পরিচালক গুরু দত্তর ভাইঝি ছিলেন কল্পনা লাজমি। তাঁর তৈরি একাধিক চলচ্চিত্র দেশে ও বিদেশে যথেষ্ট সমাদর পেয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রুদালি, দর্মিয়াঁ,চিঙ্গারি, এক পল, দমন ইত্যাদি।  এরমধ্যে সুপারহিট ছিল ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ডিম্পল কাপাডিয়া,রাখী,আমজাদ খান,রাজ বব্বর প্রমূখ অভিনীত রুদালি। ছবিটি ৬৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের বেস্ট ফরেন ল্যাঙ্গোয়েজ ফিল্মে এন্ট্রি পায়। ২০০৬ সালে তিনি শেষ চিঙ্গারি ছবিটি পরিচালনা করেন। সেই ছবিতে মিঠুন চক্রবর্তী, সুস্মিতা সেনসহ একাধিক বিশিষ্ট অভিনেতারা ছিলেন। তাঁর ক্যানসার ধরা পড়ার পর থেকে বিভিন্ন সময়ে আমির খান, সলমন খান, করণ জোহর, আলিয়া ভাট, সোনি রাজদান, নীনা গুপ্তার মতো বিশিষ্ট বলিউড তারকারা লাজমিকে সহযোগিতা করেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতের সিনেমা জগতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here