ডেটলাইন নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের জেরে এমনিতেই রাজ্য সরকারের নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গেছে। এছাড়াও বেশ কিছু ভ্রমন স্থানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই প্রেক্ষিতেই আগামীকাল থেকে অর্নিদিষ্ট কালের জন্য বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরণ, ভোগ খাওয়া ওভোগ রান্না বন্ধ করে দেওয়া হল। সর্বমঙ্গলা ট্রাস্টিবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নির্দেশ মেনেই ও সাধারণ মানুষের নিরাপত্তারকথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৭৪০ সালে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ সর্বমঙ্গলা মূর্তিপ্রতিষ্ঠা করেন এবং মন্দির নির্মাণ করেন মহতাব চাঁদ। এত বছরের ইতিহাসে এই ঐতিহ্যশালী মন্দিরের ভোগরান্না বা বিতরণ কোন দিনই বন্ধ হয় নি। কিন্তু এবার করোনার গ্রাসে সেই রেকর্ড ভেঙে গেল। অন্যদিকে, বাঁকুড়ার আরও এক বিখ্যাত ধর্মীয় স্থান জয়রামবাটি শ্রী শ্রী মা সারদার মন্দিরেও একই নোটিশ জারি করা হয়েছে।এখানে প্রতিদিন গড়ে দুই হাজার ভক্ত ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী মা সরদার প্রসাদ গ্রহণ করতেন। কিন্তু এখন বন্ধ করা হয়েছে। মন্দিরে থাকা অতিথি নিবাস প্রায় ১০০ জন অতিথির থাকার ব্যবস্থা রয়েছে। সে সবই আপাতত বন্ধ। মূলত ভিড়ের মধ্যে করোনা ভাইরাসের জীবাণু মানুষদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এই ভয় থেকেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মাতৃমন্দির মঠ ও মিশনের মহারাজ।