আন্তর্জাতিক চলচিত্র উৎসবে ৫টি বাংলা ছবি

0
1888

ডেটলাইন ওয়েব ডেস্কঃ এবারের ৪৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবের প্যানোরমা বিভাগে জায়গা করে নিয়েছে পাঁচটি বাংলা সিনেমা। এগুলি হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’, অভিষেক সাহার ‘উড়নচণ্ডী’, অর্জুন দত্তের ‘অব্যক্ত’ এবং অরিজিৎ সিংয়ের ‘সা’। প্যানোরমা বিভাগে বাংলা ছাড়াও হিন্দি, মারাঠি, তামিল, টুলু, লাদাখি, যশোরি, মালায়ালাম সিনেমা দেখানো হবে। জানা গেছে,মালায়ালাম সিনেমা ‘ওলু’ দিয়েই এবারের উৎসবের সূচনা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে এই ছবিগুলির নাম জানা গেছে। পরিচালক রাহুল রাওয়ালির নেতৃত্বাধীন ১৩ জন সদস্যের একটি কমিটি ২২টি ফিচার ছবিকে বেছে নিয়েছে। উৎসবে তিনটি হিন্দি সিনেমা যথাক্রমে ‘পদ্মাবত’, ‘রাজি’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ এই বিভাগে স্থান পেয়েছে৷ এছাড়াও এই বিভাগে থাকছে ১টি উড়িয়া এবং ভোজপুরী, ৮টি মারাঠি, ৩টি করে ইংরাজি এবং মালায়ালাম ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here