ডেটলাইন ওয়েব ডেস্কঃ এবারের ৪৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবের প্যানোরমা বিভাগে জায়গা করে নিয়েছে পাঁচটি বাংলা সিনেমা। এগুলি হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’, অভিষেক সাহার ‘উড়নচণ্ডী’, অর্জুন দত্তের ‘অব্যক্ত’ এবং অরিজিৎ সিংয়ের ‘সা’। প্যানোরমা বিভাগে বাংলা ছাড়াও হিন্দি, মারাঠি, তামিল, টুলু, লাদাখি, যশোরি, মালায়ালাম সিনেমা দেখানো হবে। জানা গেছে,মালায়ালাম সিনেমা ‘ওলু’ দিয়েই এবারের উৎসবের সূচনা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে এই ছবিগুলির নাম জানা গেছে। পরিচালক রাহুল রাওয়ালির নেতৃত্বাধীন ১৩ জন সদস্যের একটি কমিটি ২২টি ফিচার ছবিকে বেছে নিয়েছে। উৎসবে তিনটি হিন্দি সিনেমা যথাক্রমে ‘পদ্মাবত’, ‘রাজি’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ এই বিভাগে স্থান পেয়েছে৷ এছাড়াও এই বিভাগে থাকছে ১টি উড়িয়া এবং ভোজপুরী, ৮টি মারাঠি, ৩টি করে ইংরাজি এবং মালায়ালাম ছবি।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...