ঋষভই সম্ববত ধাওয়ানের পরিবর্ত

0
898

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারন শতরান করেও শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপ থেকেই  ছিটকে যেতে হল গব্বার শিখর ধাওয়ানকে। অজি ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ার কারনেই আনফিট হলেন শিখর । তাঁর পরিবর্তে দুই তরুন ক্রিকেটার ঋষভ পন্ত ও শ্রেয়াস  আইয়ার কথা ভেবেছেন ভারতীয় ক্রিকেট  নিয়ামক সংস্থার কর্তারা। এখানে উল্লেখ্য বিশ্বকাপ দল ঘোষণার পর ঋষভ পন্ত এর নাম না থাকা নিয়ে বিতর্ক বাধে। অবশেষে শিখর ধাওয়ানের পরিবর্তে তাই ঋষভকে সম্ববত ইংল্যান্ডে পাঠানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here