ঘরে বসেও মাঠে থাকার আনন্দ নিতে পারেন এবারের আইএসএলে

0
721

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ করোনা মহামারীর কারনে প্রকাশ্যে যেমন সামাজিক দূরত্ব মেনে চলার স্বাস্থ্যবিধি রয়েছে তেমনই খেলার মাঠেও রয়েছে করোনা সংক্রমণ রুখতে কঠোর কিছু নিয়ম। সদ্য সমাপ্ত আইপিএলে সেটা মেনেই  খেলা হয়েছে। মাঠে দর্শক না থাকলেও মাঠের  বিশাল এলইডি স্ক্রিনে ভেসে উঠতে দেখা গেছে বিভিন্ন দলের ফ্যান তথা সমর্থকদের। এবার  গোয়াতে আয়োজিত ফুটবলের মেগা টুর্নামেন্ট  আইএসএলেও দেখা যাবে বাড়িতে থাকা দর্শকদের মাঠে উপস্থিত থাকতে। তবে সশরীরে নয়,  মাঠের ভিতর থাকা ‘ফ্যান ওয়াল’ এ। করোনা  সংক্রমণের জন্য দর্শকরা থাকবেন না স্টেডিয়ামে। কিন্তু ম্যাচ চলাকালিন মাঠে ভেসে উঠতে দেখা যাবে বিভিন্ন দলের সমর্থকদের উচ্ছ্বাস  প্রকাশের মুহূর্ত। সঙ্গে দর্শকদের সেই গর্জনও। হ্যাঁ বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার ২০ নভেম্বর এটিকে-মোহনবাগান  বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়ছে সপ্তম আইএসএলের। আর ২৭ নভেম্বর  আইএসএলের ইতিহাসে প্রথমবার দেখা যাবে লাল হলুদ বনাম সবুজ মেরুনের ডার্বি। যা  নিয়ে ইতিমধ্যেই দু’দলের সমর্থকদের মধ্যে কৌতুহল চরমে। আর প্রিয় দলকে সমর্থন করার  জন্য যেহেতু এবার মাঠ থাকছে দর্শকশূন্য। তাই বিশেষ প্রযুক্তির মাধ্যমে প্রিয় দলের ম্যাচ চলাকালীন বাড়ি থেকেই স্টেডিয়ামের ফ্যান ওয়ালে লাইভে আসার সুযোগ পাবে সমর্থকরা। কিন্তু তার জন্য নিজেদের নাম রেজিস্টার করতে হবে ইন্ডিয়ান সুপার লিগের ওয়েবসাইটে। এরপর নির্বাচিত সমর্থকেরা ম্যাচের দিন স্টেডিয়ামের ফ্যান ওয়ালে লাইভে এসে প্রিয় দলের উদ্দেশ্যে সমর্থন প্রকাশ করতে পারবেন। হোম এবং অ্যাওয়ে এই দুই ম্যাচের জন্যই সমর্থকরা এভাবে লাইভে আসার সুযোগ পাবে। ফ্যান ওয়াল হিসেবে স্টেডিয়ামে থাকবে ২টি এলইডি স্ক্রিন। অতএব মাঠে না যাওয়ার দুঃখ  ভুলে নাম রেজিস্টার করতে শুরু করে দিন আর ঘরে বসেই ফ্যান ওয়ালের লাইভে প্রিয় দলের সমর্থনে গলা ফাটান। করোনা আবহে এই  সুযোগটাও তো এক পরম প্রাপ্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here