ডেটলাইন দুর্গাপুরঃ যেখানে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিভিন্ন সংস্থায় বিক্ষোভ দেখান সেখানে দুর্গাপুরের ইন্ডিয়ান ওয়েলের বটলিং প্ল্যান্টের কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি ৯২৫ টাকা থেকে কমিয়ে ৬২৫ টাকা করেছে। আর তাতেই প্রতিবাদে সরব হয়েছে বটলিং প্ল্যান্টের লোডিং আনলোডিং কাজের সঙ্গে যুক্ত ঠিকা শ্রমিকরা। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে জানিয়ে শুক্রবার প্ল্যান্টের গেটের সামনে বিক্ষোভে সামিল হলেন শতাধিক কর্মী। তাদের দাবি, যখন তখন তাদের ছাঁটাই করা চলবে না। সেই সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের মজুরি বৃদ্ধি করতে হবে। তাদের পিএফ,ইএসআইয়ের সুযোগও দিতে হবে। এই দাবি নিয়ে কিছুদিন আগেই আন্দোলন করতে গিয়ে বেশ কিছু কর্মীকে ছাঁটাই হতে হয়েছিল। পরবর্তি সময়ে দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরার হস্তক্ষেপে তাদের কাজে ফিরিয়ে নেওয়া হয়। শ্রমিকদের অভিযোগ তাদের কাজে ফিরিয়ে নেওয়া হলেও চুক্তিমতো তাদের মজুরি বৃদ্ধি করা হয়নি। শ্রমিকদের এই সভায় তাদের সমর্থন জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল,৪ নম্বর বরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী,তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখার্জীও। চন্দ্রশেখর জানান,তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষকে ৫ দিনের সময় দেওয়া হয়েছে। তারা শ্রমিকদের দাবিগুলি না মানলে শিঘ্রই আরও বড় আন্দোলনে নামবেন তারা। তিনি আরও বলেন,রাষ্টায়ত্ব অন্যান্য সংস্থার মতো এই প্ল্যান্টকেও বেসরকারী হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...