এবার খেলার জগতে ইন্দ্র পতন,চলে গেলেন চুনী গোস্বামী

0
894

ডেটলাইন নিউজ ডেস্কঃ দেশের সিনেমা জগতে পর পর দুদিন দুজন বলিউড তারকার মৃত্যুর পর এবার ভারতীয় খেলাধূলার জগতে ইন্দ্র পতন। প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে বিকেল পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অর্জুন ও পদ্মশ্রী পুরস্কার চুনী গোস্বামী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেলেন চুনী।  ১৯৪৬ সালে মাত্র ৮ বছর বয়সে যোগ দিয়েছিলেন মোহনবাগান জুনিয়র দলে। তারপর ১৯৫৪ সালে আসেন মোহনবাগান সিনিয়র দলে। ১৯৬৮ সাল পর্যন্ত সবুজ–মেরুন জার্সি পরেই খেলেন তিনি। করেন ২০০টি গোল। ১৯৫৬ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেন। দেশের হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলেন চুনী। অধিনায়কত্ব করেন ১৬টি ম্যাচে। এর মধ্যে ১৯৬২ সালে তাঁরই অধিনায়কত্বে জার্কাতায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোনা জেতে ভারতীয় ফুটবল দল। ১৯৬৩ সালে অর্জুন এবং ১৯৮৩ সালে পদ্মশ্রী পুরস্কার পান চুনী। পরবর্তীতে ২০০৫ সালে মোহনবাগান রত্নও পেয়েছেন।  ফুটবলের পাশাপাশি ক্রিকেট, হকি, টেনিসও খেলেছেন সুনামের সঙ্গে। কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন বাংলা তথা ভারতের আরও এক কিংবদন্তি ফুটবলার তথা কোচ পি কে ব্যানার্জি। এবার চলে গেলেন আরেক নক্ষত্র চুনী গোস্বামীও। বাংলায় ফুটবল সহ ক্রীড়া জগতে তাঁর প্রয়াণে এক বড় শূণ্যতার সৃষ্টি হল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here