সিরিজ সেরা ধোনি,ইতিহাস ভারতের

0
890

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজের পর ওয়ান ডে  সিরিজেও জিতে ইতিহাস গড়ল ভারত।  আজ সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারাল ভারত। ৪৯.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচ পকেটে পুরে ফেলে টিম ইন্ডিয়া। এদিনের জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিল কোহলি বাহিনী। আজ সকালে মেলবোর্নের মাঠে খেলা শুরু হওয়ার পর থেকেই বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয় ব্যাটসম্যানরা। প্রথমে খারাপ আবহাওয়া এবং বৃষ্টির জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এরপর ম্যাচ শুরু হলে অস্ট্রেলিয়া ৪৮.৪ ওভারে মাত্র ২৩০ রান তোলে। পিটার হ্যান্ডসকম্ব ৫৮, শন মার্শ ৩৯ এবং উসমানের ৩৪ রান ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনও ক্রিকেটারই রান করতে পারেননি। ভারতের বোলিংয়ে বড় সাফল্য যজুবেন্দ্র চাহালের। তিনি নেন ৬টি উইকেট। অন্যদিকে ২টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ সামি। ২৩১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে কোহলিরা। মহেন্দ্র সিং ধোনির ৮৭ এবং কেদার যাদবের ৬১ রানের কাঁধে ভর দিয়ে ২৩০ রানের গণ্ডি পার করে ভারত। তুলে নেয় জয়ের জন্য প্রয়োজনীয় রান। অধিনায়ক বিরাট কোহলিও করেন ৪৬ রান। ম্যাচের সেরা হন যজুবেন্দ্র চাহাল এবং সিরিজের সেরা হন মহেন্দ্র সিং ধোনি। তিনি তিনটি ওয়ানডেতেই হাফ সেঞ্চুরি পেলেন। টেস্ট ও ওয়ান ডে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টির পাশাপাশি প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে কোনও সিরিজ না-হেরে ফিরছে ভারতীয় দল৷। উল্লেখ্য,এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতেনি টিম ইন্ডিয়া। মেলবোর্নে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ১৪টি ওয়ান ডে খেলে জিতেছে ৯টিতে। কিন্তু ২০১৭ সালের পর কোনও ওয়ান ডে সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবারও ভারতের বিরুদ্ধে তারা সেই রেকর্ড ভাঙতে পারল না। উল্টে ভারতই বিশ্বকাপের আগে সাফল্যের এই ইতিহাস গড়ে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here