রোহিতের শতরানেও হেরে গেল ভারত

0
925

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ টেস্ট সিরিজে সহজ জয়ের পর ওয়ানডে সিরিজেও ভারতের পাল্লা ভারি বলেই মনে করা হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হল কোহলিদের। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারতের সামনে তারা ২৮৯ রানের টার্গেট দেয়। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন হ্যান্ডসকম্ব। এছাড়া খোয়াজা (৫৯), মার্শ (৫৪),এবং স্টেইনস (৪৭) ভালো স্কোর করেন। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার ২৮৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে ভারত। কোন রান করার আগেই প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। অধিনায়ক কোহলি মাত্র ৩ রান করে আউট হয়ে যান। রায়ডুও শূন্য রানে ফিরে যান।  একসময় মাত্র ৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। এরপর ধোনির সঙ্গে জুটি বেধে ইনিংসের হাল ধরেন রোহিত। ধোনি-রোহিত জুটিতে ভারত যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই ব্যক্তিগত ৫১ রানে আউট হয়ে যান ধোনি। দ্রুত ফিরে যান জাদেজাও। এরমধ্যেই অবশ্য কেরিয়ারের ২২ তম শতরানটি করে ফেলেন রোহিত। কিন্তু রান রেট বাড়াতে গিয়ে তাঁকেও ফিরতে হয় প্যাভিলিয়নে। তাঁর উইকেটের পতনের পরই নিশ্চিত হয়ে যায় ভারতের হার। শেষপর্যন্ত ভারতীয় ইনিংস শেষ হয় ৯ উইকেটে ২৫৪ রানে।  ফলে প্রথম একদিনের ম্যাচে ৩৪ রানে ভারতকে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এদিনই নিজের ওয়ানডে কেরিয়ারের ১০ হাজার রানের গণ্ডি পেরিয়ে যান ধোনি। সিডনি ওয়ানডে-তেই দশ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন তিনি।  পঞ্চম ভারতীয় এবং ত্রয়োদশ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে  ১০ হাজার রান পূরণ করলেন মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে নামার আগে দশ হাজার রান করার জন্য ধোনির প্রয়োজন ছিল মাত্র ১ রান। তার আগে যে চারজন ভারতীয় ক্রিকেটার দশ হাজার রান করেছেন তারা হলেন শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি। ধোনি হলেন এক্ষেত্রে  পঞ্চম ভারতীয় ক্রিকেটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here