পন্থ-রায়ডু বাদ,বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

0
1148

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ মুম্বইয়ে  আজ এক সাংবাদিক বৈঠকে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। বৈঠকে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীও। প্রত্যাশিতভাবেই দলে পাঁচ বোলার, তিন অল রাউন্ডার, দুজন উইকেট কিপার এবং পাঁচজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান রাখা হয়েছে।  তবে, আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও বিশ্বকাপের দলে টিকিট পেলেন না দিল্লির উইকেটকিপার ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে সুযোগ পেলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। চার নম্বরে খেলার জন্য ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন বিজয় শঙ্কর। নির্বাচক প্রধান এমএসকে প্রধান জানিয়েছেন, তাঁকে ব্যাটসম্যান হিসেবেই সুযোগ দেওয়া হয়েছে। তবে, প্রয়োজন পড়লে বোলিংও করতে পারেন তিনি। দল থেকে বাদ গিয়েছেন অম্বাতি রায়ডু। নির্বাচকদের চিন্তায় সব থেকে বেশি চিন্তার জায়গা থাকবে মিডল অর্ডার। বিশেষ করে চার নম্বর ব্যাটসম্যানের জায়গাটা। গত প্রায় বছরখানেক চার নম্বরে খেলে আসছেন রায়ডু। কিন্তু সম্প্রতি তাঁর ফর্ম খুব খারাপ। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে উল্লেখযোগ্য কোনও অবদান নেই তাঁর। রায়ডুর পরিবর্তে চার নম্বরে ব্যাট করতে পারেন বিজয় শংকর বা কেদার যাদব। উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনি  এবং ব্যাক আপ হিসেবে ঋষভ পন্থের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত নির্বাচিত করা হয় অভিজ্ঞ কার্তিককেই।  দীনেশ কার্তিক মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ব্যাক আপ উইকেট কিপার হিসেবে সুযোগ পেয়েছেন। সুযোগ পেয়েছেন কেদার যাদব।  প্রত্যাশিতভাবেই তিন পেসার হিসেবে থাকছেন ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ শামি। অল রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। জাদেজার দলে ঢোকা নিয়ে সংশয় ছিল। তবে নির্বাচক প্রধান জানিয়েছেন, জাদেজা একই সঙ্গে বোলিং ব্যাটিং এবং ফিল্ডিংয়ে সমান পারদর্শী। তাঁর সঙ্গে দুই স্পিনার হিসেবে থাকছেন কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল।

ভারতীয় দলঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহুল, মহেন্দ্র সিং ধোনি, কুলদীপ যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জশপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ সামি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here