ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ সত্যি বিশ্বাস করা কঠিন যে ভারতের যুব দল একই রাতে দুটি আলাদা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বিশ্বের দুই শক্তিশালী দেশ আর্জেন্টিনা ও ইরাককে হারিয়ে দিয়েছে। কিন্তু এটাই বাস্তব। নিঃসন্দেহে ভারতীয় ফুটবলে এক ঐতিহাসিক দিন। রবিবার স্পেনে অনূর্ধ্ব ২০ কটিফ কাপের ফাইনালে ভারত ৬ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করে। ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় দুরন্ত কৌশলে প্রথম গোলটি করেন দীপক ট্যাংরি৷ ৬৮ মিনিটে দুরন্ত ফ্রি কিকে ভারতকে জয়সূচক গোল এনে দেন আনোয়ার আলি। আর্জেন্টিনা ১টি গোল শোধ করলেও ভারতের দাপটের কাছে শেষ পর্যন্ত বশ্যতা স্বীকার করে। অন্যদিকে একই দিনে জর্ডনে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ইরাককে ১-০ গোলে হারিয়ে দেয় ভারতীয় দল৷ ইরাককে জয়ের গোল দিয়ে ম্যাচের নায়ক ভুবনেশ৷ শেষ ম্যাচে ভেনিজুয়েলার বিরুদ্ধে ড্র করেছিল ভারত৷ টুইট করে দুই দলকে অভিনন্দন জানিয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী,ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরসহ আরও অনেকে।