ডেটলাইন দুর্গাপুরঃ অবশেষে উদ্বোধন হয়ে গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ডিভিসনের জন্য এসিপি ভবন।রবিবার দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহায় এই নতুন কার্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল,শহরের মেয়র দিলীপ অগস্তি, কমিশনারেটের পূর্ব ও পশ্চিমের দুই ডিসি যথাক্রমে অভিষেক গুপ্তা ও অভিষেক মোদি এবং বিভিন্ন থানার আধিকারিকরা। প্রসঙ্গত,দীর্ঘ বছর ধরে এসিপি দফতরের কাজকর্ম চলছিল দুর্গাপুর মেন থানায়। কিন্তু সেখানে কাজের ক্ষেত্রে কিছু সমস্যা থাকায় একটি আলাদা এসিপি কার্যালয়ের প্রয়োজন ছিল। এবার এই নতুন ভবন উদ্বোধন হওয়ায় কাজে ক্ষেত্রে গতি আসবে বলে মনে করেন পুলিশ কমিশনার অজয় ঠাকুর। দুর্গাপুর ডিভিশনের তিনটি থানা যথাক্রমে দুর্গাপুর মেন থানা,নিউ টাউনশিপ থানা এবং কোকওভেন থানার যাবতীয় কাজকর্ম এবার নতুন এই এসিপি ভবন থেকেই পরিচালিত হবে। তাতে পুলিশের কাজের ক্ষেত্রে যেমন সুবিধা হবে তেমনই কাজে গতিও আসবে বলে মনে করছেন পুলিশ কর্তারা। এদিন নতুন এই কার্যালয় উদ্বোধনের আগে গার্ড অফ অনার দেওয়া হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুরকে।