ডেটলাইন ওয়েবডেস্কঃ অবশেষে পাকিস্তানের ইতিহাসে নতুন একটি দল শাসন ক্ষমতায় এল। পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সুপ্রিমো ৬৫ বছরের ইমরান খান। শনিবার সকাল ১০টায় রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট হাউসে তাঁকে শপথ বাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন। ভোটের ফল প্রকাশের প্রায় ৩ সপ্তাহ পর প্রধানমন্ত্রী পেল পাকিস্তান। ভারত থেকে এই শপথগ্রহণ অনুষ্ঠানে একাধিক ভিআইপি আমন্ত্রন পেলেও শেষ পর্যন্ত অংশগ্রহণ করেন ইমরানের ২২ গজের অন্যতম বন্ধু পঞ্জাবের মন্ত্রী নভজোৎ সিং সিধু। তাঁকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সাংবাদিকদের সিধু বলেছেন, বন্ধুর ডাকে পাকিস্তানে এসেছি। এই মুহূর্তগুলো আমার কাছে খুব দামি। তিনি আরও বলেছেন, ‘খেলোয়াড় ও শিল্পীরাই দেশের মধ্যে দূরত্ব ঘোচাতে পারেন।’ ইমরানের নেতৃত্বে পাকিস্তানের চেহারা বদলাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।