ডেটলাইন দুর্গাপুরঃ আগামীকাল সোমবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতে এদিন শান্তিনিকেতনে পৌঁছলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর সঙ্গে একই হেলিকপ্টারে শান্তিনিকেতনে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।
বিকেল ৪টে নাগাদ রাষ্ট্রপতি ও রাজ্যপালকে নিয়ে হেলিকপ্টার নামে বিনয় ভবনের অস্থায়ী হেলিপ্যাডে। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা স্বাগত জানান রাষ্ট্রপতি ও রাজ্যপালকে। উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। উল্লেখ্য, এদিন দুপুরের দিকে রাজ্যপাল জগদীপ ধনকড় বিমানে অন্ডালে নামেন। তিনি দুর্গাপুর হাউসে কিছুক্ষন থাকেন এবং এখানেই মধ্যাহ্ন ভোজন করেন। এরপর বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন।