স্মার্ট শহর গড়তে দুর্গাপুরে হকার উচ্ছেদ অভিযান

0
878

ডেটলাইন দুর্গাপুরঃ কেউ ১৫ বছর কেউ ২০ বছর ধরে দোকান করে এলেও এবার সেই দোকান ভেঙে ফেলতে হচ্ছে প্রশাসনের নির্দেশে। কিন্তু কোন বিকল্প ব্যবস্থা তথা পুনর্বাসনের আশ্বাস দিতে পারেনি প্রশাসনের কর্তারা। ফলে ব্যবসা হারিয়ে এবার অথৈ জলে পড়তে চলেছেন দুর্গাপুরের বিভিন্ন এলাকার শতাধিক হকার ও দোকানদার। দুর্গাপুর শহর আধুনিক হচ্ছে। এবার প্রশাসনের পক্ষ থেকে শহরকে স্মার্ট করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার জন্য শহরকে সাজিয়ে তুলতে হবে। আর সেই সাজানো শহরে যেখানে সেখানে কোন ঝুপরি,দোকান বা রাস্তাজুড়ে হকার থাকা চলবে না। সেই লক্ষ্যেই বিগত কয়েক দফায় অবৈধ ভাবে গড়ে ওঠা দোকানগুলি ভেঙে ফেলার অভিযান শুরু করেছে এডিডিএ এবং দুর্গাপুর পুরসভা। একইভাবে বুধবারও প্রশাসনের পক্ষ থেকে সিটি সেন্টারের বিগ বাজার,মিশন হাসপাতালের সঙ্গে যুক্ত রাস্তার দুধারে থাকা অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলি ভেঙে ফেলল প্রশাসন। তিনদিন আগেই নোটিশ দেওয়া হয়েছিল। তার মধ্যে অনেকেই তাদের দোকান অন্যত্র সরিয়ে নিয়ে গেলেও অনেকেই এতো কম সময়ে তা পারেনি। ফলে তাদের দোকানগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে দোকানদারদের মধ্যে। তাদের দাবি শহর সেজে উঠুক সেটা তারাও চায়। কিন্তু তাদের রুটিরুজির বিকল্প ব্যবস্থা না করে এভাবে তাদের উচ্ছেদ করলে তারা যাবে কোথায়। সংসারই বা কিভাবে তারা চালাবে। তবে হকারদের পুনর্বাসনের দাবির বিষয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here