ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি ম্যাচ খেলে ফেললেন হরমনপ্রীত। আজ দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে নিজের এই শততম ম্যাচটি খেলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। উল্লেখ্য,এর আগে পুরুষ বা মহিলা কোনও ক্রিকেটেই এই রেকর্ড গড়তে পারেননি কোনও ক্রিকেটার।শুরু থেকেই ভারতের মহিলা ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন হরমনপ্রীত।
২০০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ টি ম্যাচে ২৭টি উইকেট ও ২০০৩ রান করছেন এই ক্রিকেটার। একটি সেঞ্চুরি, ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। কুড়ির ক্রিকেটে হরমনপ্রীতের সর্বোচ্চ রান ১০৩। এর আগে ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির দখলে। দু’জনেই ৯৮টি করে আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। বিরাট কোহলি এখনও পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ৭২টি ম্যাচ।