৩৩টি পণ্যের জিএসটি কমল

0
786

ডেটলাইন ওয়েব ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগেই ৩৩টি পণ্যের জিএসটি কমানোর সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় সরকার। বিলাসবহুল পণ্যগুলির উপর ২৮ শতাংশ পরিষেবা কর চাপানো হবে। বাকি ৯৯ শতাংশের ক্ষেত্রে ১৮ বা তার কম কর নেওয়া হবে। মোট ৩৩টি পণ্যের উপর পরিষেবা কমানো হচ্ছে। এক্ষেত্রে ১৮ শতাংশ থেকে কমে ১২ ও ৫ শতাংশ হয়ে যাচ্ছে। নতুন এই সিদ্ধান্ত পয়লা জানুয়ারি থেকেই লাগু হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মনিটর, টিভি স্ক্রিন, টায়ার, পাওয়ার ব্যাঙ্ক, লিথিয়াম ব্যাটারির জিএসটি ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য প্রয়োজনীয় সামগ্রীর উপর এখন থেকে ৫ শতাংশ জিএসটি নেওয়া হবে। ১০০ টাকা পর্যন্ত সিনেমার টিকিটে ১২ শতাংশ জিএসটি বসছে। তার বেশি দাম হলে জিএসটি দিতে হবে ১৮ থেকে ২৮ শতাংশ পর্যন্ত। সিমেন্ট ও অটোমোবাইল পার্টসে জিএসটির হেরফের হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।  আজ নয়াদিল্লির বিজ্ঞানভবনে জিএসটি কাউন্সিলের ৩১তম বৈঠকেই ৩৩টি পণ্যের উপর থেকে পরিষেবা কর কমানোর সিদ্ধান্তে সিলমোহর দেয় জিএসটি কাউন্সিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here