দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস

0
57

ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের জন্য দুটি ইলেকট্রিক এসি বাস পরিষেবার সূচনা করা হল। এগুলির একটি দুর্গাপুর থেকে সিটি সেন্টার হয়ে প্রান্তিকা যাবে। অন্য বাসটি দুর্গাপুর থেকে মুচিপাড়া ও বিধাননগর হয়ে প্রান্তিকা যাবে। একই সঙ্গে আরও ৫টি সিএনজি বাস পরিষেবারও সূচনা হয় এদিন। এগুলি দুর্গাপুর থেকে করুনাময়ী, দুর্গাপুর থেকে কলকাতা, দুর্গাপুর থেকে সাগরদিঘি ও দুর্গাপুর থেকে পুরুলিয়া রুটে চলবে বলে জানা গেছে। এই বাস পরিষেবার শুভ সূচনা করেন পঞ্চায়েত ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার।

তিনি জানান,শহরবাসীর দাবি মেনেই দুর্গাপুর পুরসভা ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যৌথ উদ্যোগে এই বাস পরিষেবা চালু করা হল। উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও ছিলেন দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী,দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী সহ অন্যান্য অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here