প্রয়াত আমেরিকার প্রেসিডেন্ট সিনিয়র বুশ

0
910

ডেটলাইন ওয়েব ডেস্কঃ প্রয়াত হলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি  জর্জ এইচ ডব্লু বুশ (৯৪)। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুদ্ধবাজ  রাষ্ট্রপতি হিসাবেই তিনি পরিচিত। প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাকের বিরুদ্ধে মার্কিন বোমায় বহু ইরাকি শিশু ও মহিলার মৃত্যু ঘটে।  সাতের দশক তাঁর কর্মজীবনের ক্ষেত্রে  বিশেষ  গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় থেকে একাধিক বড় দায়িত্ব পালন করেছেন  তিনি। রাষ্ট্রসঙ্ঘের মার্কিন  প্রতিনিধিও হয়েছিলেন তিনি। ১৯৮০ সাল  থেকে টানা  ৮ বছর ছিলেন উপরাষ্ট্রপতি। অবশেষে ১৯৮৮ সালে  আমেরিকার রাষ্ট্রপতি হন। প্রয়াত বুশ ছিলেন আমেরিকার ৪১ তম রাষ্ট্রপতি। সোভিয়েত ইউনিয়নের পতন কিংবা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরাজয়- প্রতিটি ঘটনাতেই সিনিয়র জর্জ বুশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৯২ সালে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে  দাঁড়ালেও বিল ক্লিন্টনের কাছে  হেরে যান বুশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here