রাজনীতি নয়,বিজেপি ছাড়লেন বাবুল,যোগ তৃণমূলে

0
509

ডেটলাইন কলকাতাঃ বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবেন। শেষ পর্যন্ত রাজনীতি নয়,ছাড়লেন তাঁর প্রিয় দল বিজেপি। আর যোগ দিলেন তৃণমূলে। বাবুল যে এতো তাড়াতাড়ি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসবেন,সেটা ভাবতেই পারেননি রাজনৈতিক মহল। তবে রাজনীতিতে যে কিছুই অসম্ভব নয়,সেটাই আরও একবার প্রমান হল বাবুলের দলবদলের এই চমকের ঘটনায়। বাবুল বলেছিলেন, রাজনীতির ছেড়ে সমাজসেবার কাজে যুক্ত থাকবেন। তিনি আবার তাঁর গানের জগতে পুরোপুরি ফিরে যাবেন,এমন ইঙ্গিতও ছিল। কিন্তু আদতে তা হল না। বাবুল থেকে যাচ্ছেন রাজনীতির ময়দানেই। বদলে নিলেন কেবল জার্সিটা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? বাবুল সুপ্রিয় জানান,রাজনীতি ছেড়ে দেওয়ার বিষয়টি ঘোষণার পরই বহু মানুষের বার্তা পেয়েছেন। তাঁরা বাবুলকে সিদ্ধান্ত পরিবর্তনের আর্জি জানান। তারপরই সিদ্ধান্ত পাল্টেছেন বলে দাবি বাবুলের। সোমবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় গলায় পরে তৃণমূলে যোগ দেন বাবুল এবং তারপর তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে বাবুল বললেন, বাংলার জন্য কাজ করতে চাই। বিজেপিতে সেই সুযোগ পাচ্ছিলাম না। তৃণমূলের থেকে একটা বড় সুযোগ পেয়ে গেলাম। তাই সিদ্ধান্ত বদল করলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here