ডেটলাইন কলকাতাঃ বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবেন। শেষ পর্যন্ত রাজনীতি নয়,ছাড়লেন তাঁর প্রিয় দল বিজেপি। আর যোগ দিলেন তৃণমূলে। বাবুল যে এতো তাড়াতাড়ি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসবেন,সেটা ভাবতেই পারেননি রাজনৈতিক মহল। তবে রাজনীতিতে যে কিছুই অসম্ভব নয়,সেটাই আরও একবার প্রমান হল বাবুলের দলবদলের এই চমকের ঘটনায়। বাবুল বলেছিলেন, রাজনীতির ছেড়ে সমাজসেবার কাজে যুক্ত থাকবেন। তিনি আবার তাঁর গানের জগতে পুরোপুরি ফিরে যাবেন,এমন ইঙ্গিতও ছিল। কিন্তু আদতে তা হল না। বাবুল থেকে যাচ্ছেন রাজনীতির ময়দানেই। বদলে নিলেন কেবল জার্সিটা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? বাবুল সুপ্রিয় জানান,রাজনীতি ছেড়ে দেওয়ার বিষয়টি ঘোষণার পরই বহু মানুষের বার্তা পেয়েছেন। তাঁরা বাবুলকে সিদ্ধান্ত পরিবর্তনের আর্জি জানান। তারপরই সিদ্ধান্ত পাল্টেছেন বলে দাবি বাবুলের। সোমবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় গলায় পরে তৃণমূলে যোগ দেন বাবুল এবং তারপর তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে বাবুল বললেন, বাংলার জন্য কাজ করতে চাই। বিজেপিতে সেই সুযোগ পাচ্ছিলাম না। তৃণমূলের থেকে একটা বড় সুযোগ পেয়ে গেলাম। তাই সিদ্ধান্ত বদল করলাম।
Latest article
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...














