খেলার মাঠে ফের মৃত্যু খেলোয়াড়ের

0
960

ডেটলাইন বাঁকুড়াঃ খেলার মাঠে আগেও মৃত্যু ঘটেছে একাধিক খেলোয়াড়ের। ক্রিকেট ও ফুটবল দুই ক্ষেত্রেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে গেল রাজ্যে। ফুটবল মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাঁকুড়া জেলার নিখিল টুডু নামে এক প্রতিভাবান যুব ফুটবলারের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া ২ নম্বর ব্লকের কেঁদবনী নামোপাড়া ফুটবল মাঠে। জানা গেছে, গঙ্গাজলঘাটির করণঞ্জড়া সংলগ্ন হাসপাহাড়ি গ্রামের বাসিন্দা নিখিল টুডু স্কুলস্তর থেকেই ফুটবলার হিসেবে নাম করতে থাকে। সে গোলকিপার পজিশনে খেলতো। সে শালতোড়া কলেজের স্নাতক নিখিল নিজেই একটি দল তৈরী করে বিভিন্ন জায়গায় খেলতে যেত। সেই দল নিয়ে সে কেঁদবনী নামোপাড়া ফুটবল মাঠে এক প্রতিযোগীতায় খেলতে গিয়েছিল। খেলার শেষে হঠাৎই সে অসুস্থতা বোধ করলে সহখেলোয়াড়রা তাঁকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা নিখিল টুডুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here