ডেটলাইন বাঁকুড়াঃ খেলার মাঠে আগেও মৃত্যু ঘটেছে একাধিক খেলোয়াড়ের। ক্রিকেট ও ফুটবল দুই ক্ষেত্রেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে গেল রাজ্যে। ফুটবল মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাঁকুড়া জেলার নিখিল টুডু নামে এক প্রতিভাবান যুব ফুটবলারের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া ২ নম্বর ব্লকের কেঁদবনী নামোপাড়া ফুটবল মাঠে। জানা গেছে, গঙ্গাজলঘাটির করণঞ্জড়া সংলগ্ন হাসপাহাড়ি গ্রামের বাসিন্দা নিখিল টুডু স্কুলস্তর থেকেই ফুটবলার হিসেবে নাম করতে থাকে। সে গোলকিপার পজিশনে খেলতো। সে শালতোড়া কলেজের স্নাতক নিখিল নিজেই একটি দল তৈরী করে বিভিন্ন জায়গায় খেলতে যেত। সেই দল নিয়ে সে কেঁদবনী নামোপাড়া ফুটবল মাঠে এক প্রতিযোগীতায় খেলতে গিয়েছিল। খেলার শেষে হঠাৎই সে অসুস্থতা বোধ করলে সহখেলোয়াড়রা তাঁকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা নিখিল টুডুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...