ডেটলাইট দুর্গাপুরঃ পুরসভার তরফে বুধবারই দুর্গাপুরের ব্যস্ত এলাকা তথা শহরের প্রানকেন্দ্র সিটি সেন্টারে একাধিক শপিং মল,হোটেল ও হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে বের হয়ে ছিলেন ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় ও বিদ্যুৎ দফতরের মেয়র পরিষদ সদস্য ধর্মেন্দ্র যাদবসহ পুরসভার বিদ্যুৎ আধিকারিক শিবদাস কর্মকার। সিটি সেন্টারের বিগ বাজার,সিটি রেসিডেন্সি,জাংশন মল,তানিস্ক ও গান্ধী মোড়ের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা তারা সরেজমিনে দেখেন। পরিদর্শনের পর তারা বেশির ভাগ জায়গারই অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি আছে বলে জানিয়েছিলেন এবং সেগুলি ঠিক করে নেওয়ার জন্য তাদের একমাস সময় দিয়েছেন। সেই পরিদর্শনের একদিন পরেই সিটি সেন্টারের একটি বানিজ্যিক বহুতলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে গেল। শুক্রবার সকালে গান্ধী মোড়ের জাংশন মলের কাছেই একটি বহুতলের বেসমেন্টে থাকা খাবারের দোকানের সার্ভার রুম থেকে কালো ধায়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন কয়েক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনে। ফলে এযাত্রায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি ঘটেনি। কিন্তু প্রশ্ন উঠেছে,বহুতলের বেসমেন্টে যেখানে গাড়ি থাকার কথা সেখানে কিভাবে খাবারের দোকান ভাড়া দেওয়া হল? সেখানে কিভাবেই বা এসি লাগানো হল? দমকলকর্মীদের ধারনা সেই এসি মেশিন ফেটেই আগুন ধরেছে। এই অবস্থায় যেকোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত। ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন মেয়র দিলীপ অগস্থি,ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়,মেয়র পরিষদ সদস্য অমিতাভ মুখার্জী,ডিসিপি অভিষেক মোদিসহ অন্যান্য আধিকারিকরা। বেসমেন্টে খাবারের দোকান ভাড়া দেওয়ার ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মেয়র। ঘটনাস্থলে দাঁড়িয়েই তিনি পুলিশকে নির্দেশ দেন অবিলম্বে যেন ঐ বহুতলের মালিককে গ্রেফতার করা হয়। এবিষয়ে ডিসিপি অভিষেক মোদিকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন,পুরসভার লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।














