এবছর প্রায় ৬২ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী বেড়েছে

0
152

ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হচ্ছে ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২২ ফেব্রুয়ারী। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “এবছর ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে। গত বছরের তুলনায় এবছর প্রায় ৬২ হাজার পরীক্ষার্থী বেড়েছে। লক্ষণীয়ভাবে ছাত্রীর সংখ্যা বেড়েছে। এবছর ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী মাধ্যমিক দেবে। ছাত্র সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন। এবার দুর্গাপুর মহকুমায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২,২৩৬ জন। দুর্গাপুরেও ছাত্রীর সংখ্যা বেশী। ছাত্র ৫,৫৮৩ এবং ছাত্রী ৭,৬৫৩ জন। আসানসোল মহকুমায় মোট পরীক্ষার্থী ১৮,৭৯৮ জন। এদের মধ্যে ছাত্র ৭,৯৭৩ জন এবং ছাত্রী ১০,৮২৫ জন। পর্ষদ সভাপতি বলেছেন, “পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার সময় কোনও ইলেকট্রনিক গ্যাজেট থাকবে না। পরীক্ষা চলাকালীন যদি পাওয়া যায় তাহলে তার পরীক্ষা বাতিল হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here