ডেটলাইন কলকাতাঃ অবশেষে উচ্চ মাধ্যমিকেও পরীক্ষার্থীদের সবাইকেই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য উচ্চ শিক্ষা সংসদ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছর বাতিল হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা বাতিল হওয়ার কারণে বিকল্প মূল্যায়ন পদ্ধতির মধ্যে দিয়ে পড়ুয়াদের ফলাফল মূল্যায়ন করা হয়। সেই হিসেবে এবার মাধ্যমিকে পাশের হার ছিল ১০০%। কিন্তু,মাধ্যমিকে সব ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হলও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তা হয়নি। উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯৮.৬৯ শতাংশ। সেই ফল প্রকাশের পর থেকেই অকৃতকার্য পড়ুয়ারা রাজ্যে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসের সামনেও বিক্ষোভ দেখানো হয়। এরপর বিষয়টি বিবেচনা করে শিক্ষা সংসদ এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদেরই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়ছিল। অবশেষে সোমবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকে পাশের হার ১০০% ।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...