মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও সবাই পাশ

0
497

ডেটলাইন কলকাতাঃ অবশেষে উচ্চ মাধ্যমিকেও পরীক্ষার্থীদের সবাইকেই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য উচ্চ শিক্ষা সংসদ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছর বাতিল হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা বাতিল হওয়ার কারণে বিকল্প মূল্যায়ন পদ্ধতির মধ্যে দিয়ে পড়ুয়াদের ফলাফল মূল্যায়ন করা হয়। সেই হিসেবে এবার মাধ্যমিকে পাশের হার ছিল ১০০%। কিন্তু,মাধ্যমিকে সব ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হলও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তা হয়নি। উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯৮.৬৯ শতাংশ। সেই ফল প্রকাশের পর থেকেই অকৃতকার্য পড়ুয়ারা রাজ্যে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসের সামনেও বিক্ষোভ দেখানো হয়। এরপর বিষয়টি বিবেচনা করে শিক্ষা সংসদ এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদেরই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়ছিল। অবশেষে সোমবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকে পাশের হার ১০০% ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here