ডেটলাইন কলকাতাঃ রাজ্যের মধ্যে প্রথম সরকারী ইংলিশ মিডিয়াম স্কুল চালু হল কলকাতার বেহালায়। এখানকার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে সৌরীন্দ্র গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলই রাজ্যে প্রথম এই স্বীকৃতি পেল। প্রি-প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার ব্যবস্থা রয়েছে এই সরকারী ইংলিশ মিডিয়াম স্কুলে। এই উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চলতি মাসের প্রথম দিকে পরীক্ষার মাধ্যমে প্রি প্রাইমারিতে ৮০ জন এবং প্রাথমিক বিভাগে ৮০ জনকে ভর্তি নেওয়া হয়েছে। উল্লেখ্য,কয়েকমাস আগে স্কুলশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেয় সরকারি বাংলা মাধ্যম স্কুলের মতো ইংরেজি মাধ্যম স্কুল চালু করা হবে। বাংলার মতো ২৪০ টাকা বেতনেই ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে। সেই সিদ্ধান্তেরই ফলস্বরূপই চালু হল বেহালার এই সরকারী ইংরেজি মাধ্যম স্কুলটি। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকরা ক্লাস করাবেন এখানে। সঙ্গে এই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন,সারা রাজ্যে এরকম ১০০টি সরকারী ইংরেজি মাধ্যম স্কুল চালু করা হবে। অনেক বেশি টাকা ডোনেশন দিয়ে বেসরকারী ইংরেজি মাধ্যমে যারা পড়তে পারবে না তারা এবার সামান্য খরচেই ইংরেজি মাধ্যম স্কুলে পড়তে পারবে।