ভোটার তালিকা সংশোধনের দিনক্ষণ ঘোষণা কমিশনের 

0
552

ডেটলাইন কলকাতাঃ ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ ঘোষনা করল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানালেন করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কমিশন। করোনা আবহের মধ্যেই ২০২১ সালে বিধানসভা নির্বাচন হবে বাংলায়। পরিবর্তিত পরিস্থিতিতে ভোট করানোর ক্ষেত্রে অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন বলেও জানান তিনি। এদিন সমস্ত রাজনৈতিক দলের মতামত জানতে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। জানা গেছে, চলতি মাসের ১৮ তারিখ প্রকাশিত হবে ভোটার তালিকার খসড়া। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে সংশোধন অর্থাৎ নাম তোলা, বাদ দেওয়া–সহ যাবতীয় কাজ। আগামী ১৫ জানুয়ারী প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এই চূড়ান্ত তালিকায় নাম থাকা ব্যক্তিরাই ভোটার হিসেবে বিবেচিত হবেন। কমিশন সূত্রে আরও জানা গেছে, রাজ্যের মোট ৭৮, ৯০০টি বুথের প্রতিটিতে থাকবেন ১ জন করে বিএলও। প্রতি বুথে ২ দিন করে চলবে সংশোধনের কাজ। করোনা পরিস্থিতির কথা ভেবে এবার রাজ্যে বাড়ছে ৯৯টি বুথ। কারণ, যে সব বুথে দেড় হাজারের বেশি ভোটার,সেগুলিকে বিভক্ত করা হচ্ছে। এছাড়াও ভিড় কমাতে বেশ কয়েক দফায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে কমিশনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here