বঙ্গভোটের চতুর্থ দফা হয়ে উঠল তারকা-যুদ্ধ

0
637

ডেটলাইন কোলকাতাঃ শনিবার চতুর্থ দফার ভোট হয়ে গেল পাঁচ জেলায় মোট ৪৪ টি আসনে। পাঁচটি জেলা ছিল হাওড়া,হুগলী,দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার ও কোচবিহার। আর এই জেলাগুলিতে একাধিক আসনে বিজেপি ও তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে ছিলেন বাংলার সিনেমা ও সিরিয়াল জগতের একাধিক তারকা। তাই ‘হাইভোল্টেজ’ কেন্দ্র নন্দীগ্রামের পর এই সব আসনে তারকাদের যুদ্ধ নিয়ে সরগরম বহ্গের রাজনীতি। নজরকাড়া কেন্দ্রগুলির অন্যতম হল টালিগঞ্জ বিধানসভা। এখানে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় লড়াই করলেন তৃণমূলের মন্ত্রী প্রার্থী অরূপ বিশ্বাসের সঙ্গে। এবারের নির্বাচনে তাই বাংলার টলিউড এক বিশেষ ভূমিকা নিয়েছে। এক ঝাঁক অভিনেতা ও অভিনেত্রী এবার রাজনীতির ময়দান কাঁপাচ্ছেন। যেমন বেহালা পশ্চিমে তৃণমূলের জাঁদরেল নেতা ও শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বিপরীতে লড়ছেন বিজেপি প্রার্থী বাংলা সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী শ্রাবন্তী। আবার বেহালা পূর্ব কেন্দ্রে আরেক অভিনেত্রী বিজেপি প্রার্থী পায়েল সরকার। এখানে তিনি লড়লেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী ও তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাংলার আর এক নায়ক যশ দাশগুপ্ত। তিনি লড়ছেন চণ্ডীতলায় সংযুক্ত মোর্চা সমর্থিত বাম-প্রার্থী মহম্মদ সেলিমের বিপরীতে বিজেপির হয়ে। অন্যদিকে সোনারপুর দক্ষিণ কেন্দ্রেও লড়াই করলেন বাংলা সিরিয়ালের দুই পরিচিত অভিনেত্রী বিজেপি প্রার্থী অঞ্জনা বসু আর তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। নজরকাড়া আর একটি কেন্দ্র উত্তরপাড়া বিধানসভা। কারন এখানে তৃণমূলের প্রার্থী বাংলার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। তাঁর বিপরীতে আছেন তৃণমূল ত্যাগী ও বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। একইভাবে এদিন ভাগ্য নির্ধারিত হয়ে গেল চন্দননগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী গায়ক ইন্দ্রনীল সেনেরও। চুঁচুড়ায় ইতিমধ্যেই সাড়া ফেলেছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। বিজেপি এই সাংসদ কখনও গরুর গাড়িতে, কখনও বা লোকাল ট্রেনে, আবার কখনও গঙ্গাবক্ষে ঘুরে ঘুরে প্রচার করেছেন তিনি। তাই তিনিও রয়েছেন চর্চার মধ্যে। তবে কার ভাগ্যে কি আছে তা জানতে অপেক্ষা করতে হবে সেই ২ মে পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here