বই প্রকাশ,কৃতি সংবর্ধনা ও রক্তদানের মাধ্যমে দুর্গাপুরে বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালন

0
790

ডেটলাইন দুর্গাপুরঃ এদিন ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মবার্ষিকী। সারা রাজ্যের সঙ্গে দুর্গাপুরেও দিনটি মর্যাদার সঙ্গেই নানা কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয়। এই উপলক্ষে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম,দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি এবং দুর্গাপুর অবসর-এর উদ্যোগে সিটি সেন্টারে মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির এমপাওয়ারমেন্ট সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে পুস্তক প্রকাশ, কৃতি সংবর্ধনার সঙ্গে ছিল রক্তদান শিবির। অনুষ্ঠানের সূচনায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দুর্গাপুর অবসর -এর পক্ষ থেকে বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে একটি গবেষণামূলক পুস্তিকা ‘কোলাহলের বাইরে’ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে দুর্গাপুরের কৃতি ছাত্রী এলএলবি এলএলএম পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম এবং ওয়েস্ট বেঙ্গল জুডিসিয়ারি পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী স্নেহা বসুকে সম্মানিত করা হয়। সেই সঙ্গে লকডাউন সময়কাল থেকে নিরবিচ্ছিন্ন ভাবে জীবনের লাইফ লাইন চালু রাখার জন্য দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকেও সম্মানিত করা হয়। এখানে রক্তদান শিবিরে ৮ জন মহিলা সহ মোট ৫০ জন রক্তদান করেছেন। তাদের মধ্যে ১৭ জন প্রথমবার রক্তদান করলেন। উল্লেখ্য, বিভিন্ন বয়সী ৩৯ জন সংখ্যালঘু মানুষও এদিন রক্তদান করেছেন। শিবিরে রক্তদান করা কয়েকজন বিশিষ্ট জন ছিলেন ডাঃ অর্কজিত মন্ডল,জেমুয়া ভাদুবালা হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নূল হক,আইনজীবি আয়ূব আনসারী, গোপাল কুন্ডু ও মণিদীপা মালাকার এবং দুর্গাপুরের কৃতি ছাত্রী স্নেহা বসু। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম শিবির পরিচালনায় সাহায্য করেছে এবং রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক কলিমূল হক,রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান পাওয়া কাজী নিজামুদ্দিন,অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কাজি আবুল হোসেন, রাণীগঞ্জ সমবায় ব্যাংকের চেয়ারম্যান গোপাল আচার্য, দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপম মুখার্জী, বিশিষ্ট আইনজীবী সিরাজুল ইসলাম,  কল্লোল ঘোষ, সমাজসেবী রঘুনাথ গাঙ্গুলী,পি কে সামন্ত,বিশিষ্ট চিকিৎসক ডাঃ সমীর ভৌমিক, দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার ইনচার্জ করবী কুন্ডু প্রমূখ। ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ এ রহমান,দুর্গাপুর অবসর- এর সম্পাদক সৃজিত মুখার্জি এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে রাজেশ পালিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শেখ আবদুল মান্নান এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here