ডেটলাইন দুর্গাপুরঃ ইস্পাতমন্ত্রীর উপস্থিতিতেই লাঠির ঘা খেতে হল ডিএসপির ট্রেড অ্যাপ্রেন্টিসের ট্রেনি যুবক যুবতীদের। আজ সকালে ইস্পাত নগরীর দুর্গাপুর গেস্ট হাউসের সামনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ মিশ্র,পিয়ালী সরকারসহ ডিএসপিতে ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনিরা জানান,ট্রেনিংয়ের পর তাদের যাতে ডিএসপিতে চাকরীতে নিয়োগ করা হয় সেই দাবি নিয়ে তারা ইস্পাতমন্ত্রী চৌধুরী বিরেন্দর সিংকে স্মারকলিপি দিতে চেয়েছিলেন। কিন্তু সিআইএসএফ তাদের বাধা দেয়। এরপর তারা গেস্ট হাউস থেকে ইস্পাতমন্ত্রী বের হলে তারা কথা বলার জন্য এগিয়ে যেতেই সিআইএসএফ তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন তাদের কয়েকজন রাস্তায় বসে পড়ে। সিআইএসএফ জওয়ানরা তাদের তুলতে লাঠিচার্জ শুরু করে। তাতে বেশ কয়েকজন যুবকযুবতী আহত হয়েছেন। তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত,বিগত বেশ কিছু বছর ধরেই দুর্গাপুর ইস্পাত কারখানায় পরীক্ষার মাধ্যমে ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনি হিসেবে নিয়োগ হয়ে আসছেন শতাধিক যুবক যুবতি। এক বছরের ট্রেনিং শেষে তাদের ডিএসপির বিভিন্ন বিভাগে কাজের সুযোগ করে দেওয়া হতো। অতীতে এভাবেই বহু ছেলে মেয়ে চাকরী পেয়েছেন কারখানায়। কিন্তু বর্তমানে ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের ব্যবস্থা থাকলেও ট্রেনিং শেষে তাদের আর কারখানায় নিয়োগ করা হচ্ছে না। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,এই নীতি বর্তমানে নেই। তাই ট্রেনি অ্যাপ্রেন্টিসদের এই মূহুর্তে নিয়োগ করা যাচ্ছে না।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...