ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার উন্নতির দাবি তুলেছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। তাদের অভিযোগ,এক সময় এই হাসপাতালের সুনাম থাকলেও বর্তমানে চিকিৎসা পরিষেবার মান অনেক কমে গেছে। একাধিক বিভাগে প্রয়োজনীয় চিকিৎসক নেই,কর্মীরও অভাব রয়েছে। সম্প্রতি, হাসপাতালের এমারজেন্সি বিভাগের সামনে এই বিষয়ে একাধিক দাবি তুলে বিক্ষোভ দেখায় আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ারকার্স ইউনিয়নের সদস্যরা। সংগঠনের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত অভিযোগ করে বলেছেন, হাসপাতালে রোগী পরিষেবা একেবারেই বেহাল। রোগীদের খাবারের মানও ভালো নয়,গাইনোলজি ও সার্জারি বিভাগে নার্স ও ডাক্তারের অভাব থাকা সত্বেও নিয়োগ করা হচ্ছে না ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আউটডোর চিকিৎসায় আরও উন্নত করতে হবে। তিনি অভিযোগ করেছেন, রোগীরা সময় মতো হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবাও পায় না। প্রয়োজনীয় ওষুধের যোগান বাড়ানো এবং অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসায় যথাযথ নজর দেওয়ার দাবিও করেছেন তিনি।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...