ডেটলাইন দুর্গাপুর,১৪ আগস্টঃ দেশের ঐক্য,অখণ্ডতা,সম্প্রীতি ও প্রকৃতি রক্ষার আবেদন নিয়ে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অঙ্কন প্রতিযোগিতা। এর উদ্যোক্তা ছিল ‘একবিন্দু’ কাঁকসা ও দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এবং কালাচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি। সহযোগিতায় ছিল ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর ও স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ অন ফাউন্ডেশন,হুলাডেক ও আসা। প্রতিযোগিতাটি আয়োজিত হয় গোপালপুর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। মোট ৩টি বিভাগে ১২০ জন কিশোর কিশোরী অংশ নেয়। এরই সাথে গোপালপুর প্রাথমিক বিদ্যালয় এর সহায়তায় বিজ্ঞান মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ৭টি মডেল প্রদর্শিত হয়। তার মধ্যে চন্দ্রযান -৩ মডেলটি সকলের বিশেষ নজর কেড়েছে। অনুষ্ঠানের সূচনা করেন রক্তদান আন্দোলনের নেতা কবি ঘোষ। উপস্থিত ছিলেন একবিন্দু কাঁকসা’র সম্পাদক সংগ্রাম মুখার্জি, গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত সাহা,শিক্ষাবিদ নবেন্দু মুখার্জি,বিশিষ্ট সমাজসেবী স্বপন মুখার্জি প্রমূখ।