দূষণ নিয়ন্ত্রনে পিছিয়ে ভারত,জানালেন দূষণ নিয়ন্ত্রন পর্ষদের চেয়ারম্যান

0
839

ডেটলাইন দুর্গাপুরঃ অন্যান্য দেশে ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেই তুলনায় ভারত এখনও অনেক পিছিয়ে। কলকারখানাগুলি থেকে প্রতিনিয়ত নির্গত দূষণের জেরে বায়ুদূষণ ও দামোদর নদীর ব্যাপক দূষণ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর কথায়, ভূগর্ভস্থ জলের ক্রমশ নিম্নগামীতা আগামী সময়ের জন্য দুর্গাপুরবাসীর কাছে অন্যতম চিন্তার বিষয়। তাই দূষণ নিয়ন্ত্রণে প্রত্যেকটি মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। মঙ্গলবার সিটি সেন্টারের একটি বেসরকারী হোটেলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রন পর্ষদ এবং বেঙ্গল চেম্বার অফ কমার্সের উদ্যোগে ‘ইকলজিক্যাল সাস্টেইনিবিলিটি’ অর্থাৎ শিল্পাঞ্চলে বাস্তুতন্ত্র সংক্রান্ত ধারন ক্ষমতা বিষয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। এখানেই পরিবেশ নিয়ে এই আশঙ্কার কথা বলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রন পর্ষদের চেয়ারম্যান ড.কল্যাণ রুদ্র। দূষণ তালিকায় অনেক আগেই হলদিয়া, আসানসোলের সঙ্গে দুর্গাপুরের নামও তালিকার শীর্ষস্থানে রয়েছে। ডঃ কল্যাণ রূদ্র জানিয়েছেন, অন্যান্য দেশে ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কিন্তু সে তুলনায় ভারত এখনও অনেক পিছিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here