ঘূর্ণিঝড় ফেথাই-র জেরে শীত কমছে

0
1902

ডেটলাইন ওয়েব ডেস্কঃ তিতলি,গাজা-র পর এবার ফেথাই। বছর শেষে ফের ঘূর্ণিঝড়ের তান্ডব। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ফেথাই। এবারের এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। ক্রমশই ওই ঘূর্ণিঝড় শক্তি বাড়াতে শুরু করেছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। রবিবার এই ঘূর্ণিঝড় স্থলভাগে ঢোকার আগে শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে পারে। নিম্নচাপটি পুরোপুরি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি বলে মনে করছে দিল্লির মৌসম ভবন। কিন্তু রাত কাটতেই তা তীব্র ঘূর্ণিঝড়ের আকার নেবে এমনটাই ধারনা আবহাওয়াবিদদের। আবারও অন্ধ্র-তামিলনাডু উপকূলে ঐ ঘূর্ণিঝড় হানা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপ তেমন প্রভাব না ফেললেও ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গে শীতের প্রকোপ অনেকটা কমে যাবে। সেই সঙ্গে রবিবার উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি হতে পারে।  বঙ্গোপসাগরীয় নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বেড়েছে। তেমনই এর প্রভাবে আবার উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী  দুদিনে  তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এই সময় কলকাতাসহ জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি থাকবে। নিম্নচাপের এই দুর্যোগ কাটার পর আবার কমবে তাপমাত্রা। অতএব ডিসেম্বর পরে গেলেও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। এমনকি আসন্ন ২৫ ডিসেম্বরেও তেমন ঠান্ডা না থাকারই সম্ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here