কয়েক মিনিটের ঝড়েই তোলপাড় রাজ্য,মৃত ৪

0
839

ডেটলাইন কলকাতাঃ পূর্বাভাষ ছিলই। কিন্তু সেটা এতো দ্রুত বাস্তবে পরিনত হবে তা হয়তো বুঝতে পারেনি অনেকেই। রবিবার শেষ রাতের প্রচন্ড ঝড়বৃষ্টিতে তোলপাড় হল শহর কলকাতাসহ রাজ্যের একাধিক জেলার বেশ কিছু অংশ। ঝড়বৃষ্টির তান্ডবে সারা রাজ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে তিনজনের। বহু জায়গায় রাস্তায় গাছ উপড়ে পড়ে যাতায়াতে সমস্যা হয়ে ওঠে। সেইসঙ্গে এই প্রাকৃতিক প্রতিকূলতার প্রভাব পড়েছে ট্রেন চলাচলের ক্ষেত্রেও। পূর্ব রেল সূত্রে জানা গেছে, শিয়ালদহ ডিভিশনে শতাধিক লোকাল ট্রেন দেরিতে চলছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। অন্যদিকে হাওড়া ডিভিশনে কোন ট্রেন বাতিল করা না হলেও বেশ কিছু ট্রেন দেরিতে চলছে।
ঝড়ের স্থায়ীত্ব মাত্র কয়েক মিনিট থাকলেও তাতেই লণ্ডভণ্ড হয় শহর। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলি, বীরভূম, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত চলে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আকাশ মেঘলা থাকবে। ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেভাবে ঝড় না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা করে বৃষ্টিও হচ্ছে। জানা গেছে, বুধবার পর্যন্ত এই প্রাকৃতিক প্রতিকূলতা চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here