পুজোয় কি ঝড়ের তান্ডব বাংলায়?

0
1045

ডেটলাইন কলকাতাঃ বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো কি এবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে চলেছে? আবহাওয়া দফতর থেকে পাওয়া খবরে কিন্তু সেই অশনি সংকেতই দেখা দিচ্ছে। জানা যাচ্ছে পুজোর মুখে প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবাংলায়। সেই প্রবল ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ১৫০ থেকে ১৬৫ কিলোমিটার। এমনকি সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৮৫ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত। স্বাভাবিকভাবেই উৎসবের মুখে এমন দুর্যোগের খবর ভাবিয়ে তুলেছে বাঙালিকে।  বর্তমানে আন্দামান সাগরের কাছে নিম্নচাপটি অবস্থান করছে। আগামী ১২ ঘন্টার মধ্যে সেটি সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিনত হবে।  ঘন্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ঝড়টি। আগামী ১১ অথবা ১২ অক্টোবর দক্ষিণ ২৪ পরগণার উপকূল ছুঁয়ে বাংলাদেশের খুলনা হয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে পারে ভারতে। এর জেরে ১০-১৪ অক্টোবর পর্যন্ত ওড়িশা, দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিসহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ সহ  উপকূলর্বতী এলাকা বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় ঝড়ের ব্যাপক তাণ্ডব দেখা যেতে পারে। সব মিলিয়ে আনন্দের আবহের মধ্যেও কোথাও যেন একটা অস্বস্তি কাজ করছে বঙ্গজীবনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here