আনন্দপুরীতে আতঙ্ক,ফাঁকা বাড়িতে দুস্কৃতীদের ডেরা

0
921

ডেটলাইন দুর্গাপুরঃ খুব তাড়াতাড়ি নজরে পড়ে যাওয়ায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেল দুর্গাপুরের ৫৪ ফুট অঞ্চলের আনন্দপুরী সমবায় এলাকার মানুষজন। কারন এখানকার একটি তালাবন্ধ ফাঁকা পড়ে থাকা বাড়িকে রীতিমতো নিজেদের আস্তানা করে তুলেছিল কিছু দুষ্কৃতী। বিভিন্ন জায়গা থেকে চুরি করা মালপত্র তারা এই বাড়িতে এনে রেখেছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে ফরিদপুর ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে বাড়ি থেকে বেশ কিছু চোরাই মালপত্র উদ্ধার করে। টিভি,মোবাইল ছাড়াও কিছু সোনার গহনাও উদ্ধার হয়েছে। আতঙ্কিত এলাকাবাসীর অভিযোগ,আরও কিছুদিন গেলে দুষ্কৃতীরা যদি বিস্ফোরক জাতীয় কিছু ঐ বাড়িতে জমা করত তাহলে তো বড় ধরনের বিপদের সম্ভাবনা থাকতে পারত। যদিও সেই আশঙ্কার অবসান ঘটিয়ে পুলিশ বাড়িটিকে আপাতত তালা বন্ধ করে দিয়েছে এবং ঐ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি বাড়িতে যেসব দুষ্কৃতী আস্তানা গেড়েছিল তাদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। আনন্দপুরী কো অপারেটিভের কেয়ারটেকার পবন রুইদাসের কাছে জানা যায়,৯/৩ নম্বর শান্তি কুটির নামের এই বাড়ীর মালিক হরনারায়ন ঘোষ কয়েক মাস আগেই প্রয়াত হয়েছেন। সেই সময় তাঁর বড় ছেলে মাকে নিয়ে নিজের কর্মস্থল ব্যাঙ্গালোরে চলে যান। আরও এক ছেলেও কর্মসূত্রে গুরগাঁওয়ে থাকে। বাড়ির একটি চাবি প্রতিবেশী কেয়া চক্রবর্তীকে দেওয়া ছিল বাড়ির মিটার রিডিং দেখার জন্য এবং অন্য একটি চাবি তার কাছে থাকে। তিনি অন্যদিনের মতো বাড়ির বাগান পরিস্কার করতে এলে গেটের কাছে একটি তোয়ালে দেখে তার সন্দেহ হয় যে কেউ নিশ্চয় বাড়িতে এসেছিল। তিনি প্রতিবেশি কেয়াদেবীকে ডাকেন। এরপর আরও কয়েকজন প্রতিবেশি এসে বাড়ির তালা খুলতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ করা আছে। তাতে সন্দেহ আরও বেড়ে যায়। এরপর কেয়াদেবীই আবিস্কার করেন যে বাড়ির অন্য একটি দরজা যেন কিছুটা খোলা। সেটা ঠেলে ভেতরে ঢুকতেই দেখা যায় ঘরের মধ্যে টিভি,মোবাইল,ব্যাগের মধ্যে সোনার গহনা ইত্যাদি। বাড়িটি যে কেউ বা কারা নিয়মিত ব্যবহার করছে সেটাও বুঝতে পারে তারা। এরপরই তারা পুলিশে খবর দেয় এবং বাড়ির ছেলেদেরও ফোন করে বিষয়টি জানানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। কারন এতোদিন ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটলেও কোন ফাঁকা বাড়িকে এভাবে দুষ্কৃতীরা তাদের আস্তানা হিসেবে ব্যবহার করেনি। ঘটনায় তাই নড়েচড়ে উঠেছে পুলিশও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here