ক্রিকেট খেলায় কি এবার উঠে যাবে ‘টস’ প্রথা?

0
1141

বিজয় গুপ্তঃ খেলাধুলার জগতের সঙ্গে ভীষণভাবেই জড়িয়ে রয়েছে ‘টস’ শব্দটি। আমরা দেখি ফুটবল,ক্রিকেটসহ বেশ কিছু খেলা শুরুর আগে দুই দলের অধিনায়কদের নিয়ে একটি মুদ্রার সাহায্যে রেফারি ও আম্পায়াররা টস করেন। এর মাধ্যমেই ঠিক হয় কোন দল আগে ব্যাট করবে বা আগে ফিল্ডিং নেবে। কিংবা ফুটবল মাঠে টসের দ্বারা বিজয়ী অধিনায়ক নির্ণয় করার অধিকার পান তার দল আগে খেলা শুরু করবে নাকি মাঠের একটি নির্দিষ্ট দিক তারা প্রথমে নেবে। অতএব খেলাধূলার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল ‘টস’। বিশেষ করে ক্রিকেট খেলায় টসের এক বিশেষ ভূমিকা থাকে। কারন মাঠের পিচ কেমন। পিচে কতটা টার্ন আছে। আউট ফিল্ড কেমন এসব পরিস্থিতি বিবেচনা করেই দলের অধিনায়করা টস জিততে চান। অনেকেই বলেন ক্রিকেটে টস জিতলেই ম্যাচও জেতা নাকি সুবিধা হয়। অতএব এটা পরিস্কার যে ক্রিকেটের মাঠে টস কতটা গুরুত্ব পায়। সেই টস-ই নাকি এবার  তুলে দেওয়ার ভাবনা করছে আই সি সি। আগামী ২৮ এবং ২৯ মে মুম্বাইয়ে এই বিষয়টি নিয়ে বৈঠকে বসছে  আই সি সি ক্রিকেট কমিটি। সেখানে যে টস তুলে দেওয়া নিয়ে রীতিমতো তর্কাতর্কি হবে সেকথা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু হঠাৎ কেন এমন ভাবনা? জানা গেছে, টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিতে চলেছে আই সি সি। তার মধ্যে অন্যতম টস তুলে দেওয়া। তাহলে টসের পরিবর্তে কি হবে? তার বদলে অতিথি দলের অধিনায়ককে ব্যাট না বল বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হবে। যাতে হোম টিম নিজেদের মতো পিচ বানিয়ে সুবিধে নিতে না পারে। আসলে বিশ্ব ক্রিকেটে দেখা গেছে,হোম টিম সর্বদাই নিজেদের পছন্দমতো  পিচ বানিয়ে অ্যাডভ্যানটেজ নিতে চায়। এনিয়ে বিভিন্ন সময়ে বিতর্কেরও সঞ্চার হয়েছে। তাই এনিয়ে সব থেকে  বেশি আপত্তি ছিল আই সি সি-র। তাই বলে টস তুলে দেওয়া  হলে? আই সি সি-র ক্রিকেট কমিটিতে আছেন অনিল কুম্বলে, অ্যান্ড্রু স্ট্রস, মাহেলা জয়বর্ধনে এবং রাহুল দ্রাবিড়ের মতো বহু প্রাক্তন ক্রিকেটাররা। তারা আদৌ এব্যাপারে সহমত হবেন কিনা তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে। কারন,  সেই শতবর্ষেরও আগে ১৮৭৭ সালে মেলবোর্নে বিশ্বের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও শুরু হয় টস দিয়েই। সেই প্রথা আজও চলে আসছে। বলা যায় ক্রিকেট ম্যাচ শুরুর আগে টস পর্ব এক ঐতিহ্য বহন করে আসছে। এবার সেই প্রথাই উঠে যাওয়ার আশঙ্কায় দিন গুনছে ক্রিকেট দুনিয়া। যদিও ইতিমধ্যে টসহীন ক্রিকেট শুরু হয়েছে কাউন্টি ক্রিকেটে । ২০১৬  সাল থেকে কাউন্টি ক্রিকেটে অ্যাওয়ে টিমের ক্যাপ্টেনকে টস ছাড়াই ব্যাটিং বা বোলিং বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। এবার সেই নিয়ম টেস্টেও চালু হয় কিনা সেটাই এখন দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here