তৃণমূলে যোগ বাঁকুড়া পুরসভার বিরোধী নেতার

0
915

ডেটলাইন বাঁকুড়াঃ বাঁকুড়া পুরসভার বিরোধী দলের নেতা তথা শহরের ২২ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার স্বরুপ সেনের তৃণমূলে যোগদান আটকাতে পারল না সিপিএম। স্বরুপবাবুকে যাতে তৃণমূল না নেয় সেজন্য তাঁর বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা চুরির অভিযোগ তুলে ছাপানো পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছিল বাঁকুড়া শহরের একাংশ। আজ সকালে এলাকার মানুষ দেখেন সবুজ কাগজের উপরে কালো কালিতে ছাপানো সেই পোস্টার চেটানো হয়েছে বাঁকুড়ার কেন্দুয়াডিহি এলাকায় সম্মিলনী কলেজের আশপাশের এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দেওয়াল থেকে শুরু করে দোকানের দেওয়াল সর্বত্রই এই পোস্টার লাগানো হয়। পোস্টারে দাবি করা হয়েছে ওই সিপিএম কাউন্সিলার ৫০ লক্ষ টাকা চুরি করে ফেঁসে যাওয়ায় নিজেকে বাঁচাতে এখন দল বদলে তৃণমূলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এতো করেও স্বরুপ সেনকে ধরে রাখতে পারল না সিপিএম। তাঁর সঙ্গেই আজ তৃণমূলে যোগ দিলেন ফরোয়ার্ড ব্লকের যুব লিগের রাজ্য সহ সভাপতি বিশ্বজিৎ সিনহা ও কিষান সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক মুখোপাধ্যায় এবং বাঁকুড়ার জঙ্গল মহলে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও নির্দল থেকে জয়ী বেশ কিছু নির্বাচিত সদস্য। বাঁকুড়ার তৃণমূল ভবনে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি অরুপ খাঁ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here