অবাককান্ড,দুধ দিচ্ছে পাঁচ মাসের বাছুর

0
1923

ডেটলাইন পূর্ব বর্ধমানঃ পাঁচ মাস বয়সের বাছুর প্রতিদিন আধশের করে দুধ  দিচ্ছে ।  শুনতে অবাক লাগলেও বাস্তবে  সত্যি।এই বিরল ঘটনা পূর্ব বর্ধমানের আউশগ্রামের পূর্বতটী গ্রামে।পাঁচ মাসের বাছুরের দুধ দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটাগ্রামে ।  গ্রামের বাসিন্দা পেশায় দোকান কর্মচারী গৌরহরি পাল বননবগ্রাম থেকে ১৪ হাজার টাকা দিয়ে গাই গরুটি কেনেন। মাস পাঁচেক আগে বকনা বাছুর হয়। দিন কয়েক আগে গৌরহরি পাল বাছুরের গায়ে জল ঢালতে গিয়ে লক্ষ্য করেন বাঁটে সাদা মত কিছু বের হচ্ছে। এরপর তিনি বাটি নিয়ে বাছুরের বাঁট থেকে দুধ বের করেন। এরপর পূর্বতটী গ্রাম  সহ কার্যত গোটা এলাকায় বিষয়টি ঘিরে ব্যাপক উৎসাহ শুরু হয়। দলে দলে প্রতিদিন সকাল বিকাল গৌরহরি পালের বাড়িতে ভীড় জমছে। বাছুরের দুধ দেওয়ার ঘটনা ঘিরে ধর্মীয় ভাবাবেগও তৈরি হয়েছে এলাকার মানুষ জনের মধ্যে । এই বাছুর নিয়েই এখন চর্চা চলছে সারা গ্রাম জুড়ে।এই বিষয়ে পশু চিকিৎসক ডা.জয়ন্ত ঘোষ জানান, এটি হরমোন জাতীয় কোন রোগ। দুধ নয়। চিকিৎসা করালেই রোগ সেরে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here