ডেটলাইন নয়াদিল্লিঃ সপ্তদশ লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। আজ ইস্তাহার প্রকাশের মঞ্চে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘আমি ইস্তাহারে একটিও মিথ্যে কথা বলতে চাইনি। কারণ, আমরা পাঁচ বছর ধরে খালি মিথ্যে শুনে আসছি। এই ইস্তাহার মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশ।‘ তাঁর কথায়,’আমাদের নির্বাচনী প্রতীক হাত। হাতের পাঁচ আঙুল। তাই ইস্তাহারেও পাঁচটি বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে’। এই ইস্তাহারে দেশের কৃষক,শ্রমিক,সাধারন গরীব মানুষ থেকে বেকারদের কর্মসংস্থানের দিশা দেওয়া হয়েছে। ক্ষমতায় এলে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে কৃষকদের জন্য রেল বাজেটের মতো আলাদা বাজেট পেশ করা হবে। কত টাকা কৃষকদের জন্য বরাদ্দ, কোন ফসলের কত ন্যূনতম মূল্য নির্ধারিত হবে আলাদা বাজেটে। সেই সঙ্গে কংগ্রেস সভাপতির ঘোষণা, কৃষকরা ঋণ শোধ করতে না পারলে আর তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না। ইস্তাহারে বড় চমক হল ‘ন্যায়’ প্রকল্প। প্রত্যেক নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর কংগ্রেসের ‘ন্যায়’ (ন্যূনতম আয় যোজনা) বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে দেশের ২০ শতাংশ গরীব পরিবারকে। যা ৫ বছরে দাঁড়াচ্ছে পরিবার পিছু ৩ লক্ষ ৬০ হাজার টাকা। কর্মসংস্থানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ কোটি কর্মসংস্থানের ঘোষণা করেছিলেন। কংগ্রেস বলছে, গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় ১০ লক্ষ কর্ম সংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছি। ১০০ দিনের কাজের সুযোগ বাড়িয়ে ১৫০ দিন করা হবে। দেশের উদ্যোগপতিদের কোনও অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই ব্যবসা করার সুযোগ দেবে কংগ্রেস। এছাড়াও কংগ্রেস তাদের ইস্তাহারে জানিয়েছে মোদীর জিএসটির ৫টা ধাপ তুলে তা একটিতে করা হবে। যার মানে জিএসটি-র একটিই স্তর থাকবে, যেখানে ন্যূনতম কর দিতে হবে জনগণকে। এছাড়া শিক্ষাখাতে ও স্বাস্থ্যক্ষেত্রেও গরীব মানুষদের বিশেষ সুযোগ দেওয়া হবে বলে ইস্তাহারে উল্লেখ করেছে কংগ্রেস।