ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্য সরকারের পর্যটন দফতরের উদ্যোগে নির্মিত প্রথম হোটেল ম্যানেজমেন্ট কলেজটি চালু হল দুর্গাপুরে। জেমুয়াতে ৫ একর জমির উপর ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরী ‘স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট’ এর আজ শুভ সূচনা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সরকারী এই কলেজে মোট আসন সংখ্যা ৬০। এর মধ্যে বর্তমানে ৩ বছরের বিএসসি কোর্সে ৫৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। মন্ত্রী জানান,ভিন রাজ্যের ছাত্রছাত্রীরাও এখানে পড়তে পারবে। এখন কলেজে হস্টেলের ব্যবস্থা না থকলেও এক বছরের মধ্যেই হস্টেল নির্মান করে দেওয়া হবে বলে মন্ত্রী জানান। রাজ্য সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রথম হোটেল ম্যানেজমেন্ট কলেজটি দুর্গাপুরে হওয়ায় দুর্গাপুরের মুকুটে আরও একটি পালক উঠল। উল্লেখ্য,মন্ত্রী এই ইন্সটিটিউটের নাম রেখেছেন ‘আহরণ’। এখানে ৩ বছরের বিএসসি কোর্সের পাশাপাশি ৪টি দেড় বছরের শর্ট কোর্সও করানো হবে বলে জানান মন্ত্রী।