দুর্গাপুরে গ্রাহকদের লোন দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা,ধৃত ব্যাংক কর্মী

0
280

ডেটলাইন দু্র্গাপুরঃ ভোগের এই ভরা যুগে মানুষের চাহিদার শেষ নেই। ক্রমশ বাড়ছে ভোগ্যপণ্যের প্রয়োজনীয়তা। বাণিজ্যিক সংস্থাগুলিও নানা প্রলোভন দিয়ে চলেছে। তাই, আমাদের কাছেও গাড়ি,বাড়ি কেনার স্বপ্ন কে বাস্তবে রূপান্তরিত করতে টাকার প্রয়োজন হয়ে পড়ছে। সেখানেও রয়েছে নানা লোভনীয় ও সহজ হাতছানি। চাইলেই মিলছে লোন। সারদা নারদাতেও হুঁশ ফেরেনি আমাদের। এখন আপনাকে টাকা জমানোর জন্য দিতে হয় না,উল্টে আপনার প্রয়োজনীয় লোন দিচ্ছে বিভিন্ন আর্থিক সংস্থা। এমনকি এই ঋণ ব্যাংকও দেয়। সখ মেটাতে এবং অবশ্যই প্রয়োজনে মানুষও দেদার সেই লোন নিতে মুখিয়ে থাকে। আসল নকল যাচাই করার মতো সময়ও নেই তাদের। ফলে ঠকে যাওয়ার মতো ঘটনাও কম নয়। এমনই এক ঠকবাজ লোকের পাল্লায় পড়ে হাজার হাজার টাকা খুইয়ে ফেললেন বেশ কিছু মানুষ। ঘটনাটি কোক ওভেন থানার অধীন দুর্গাপুর শহরের। লোন করে দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ জমা পড়ে কোক ওভেন থানায়। শেষ পর্যন্ত সেই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম দেবাশিষ বসু। ধৃত দেবাশিষের বাড়ি গলসীতে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী হওয়ার সুবাদে সে সহজেই লোন করিয়ে দেওয়ার টোপ দিত গ্রাহকদের। জানা গেছে এই ভাবে তিনি অনেকের কাছে মোট দশ লক্ষ টাকা তুলেছে। ওই ব্যাঙ্কের ম্যানেজার সন্তোষ গুপ্তা বলেন ‘ মোটা টাকা লোন পাইয়ে দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা তুলেছিল দেবাশিষ। তদন্ত করে ধরার পর তাঁর নামে কোক-ওভেন থানায় অভিযোগ দায়ের করা হয়। এখন প্রতারিত গ্রাহকরা তাদের টাকা ফেরত চাইছে। এ অবস্থায় পুলিশ তাদের আশ্বাস দিয়েছে তারা যাতে ওই ধৃত প্রতারক ব্যাংক কর্মীর কাছ থেকে টাকা ফেরত পেতে পারে। এছাড়াও ধৃতকে জেরা করে পুলিশ দেখছে এই চক্রের সঙ্গে আরও কেউ বা কারা জড়িত আছে কি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here