পথশিশুদের সঙ্গে অন্যভাবে সময় কাটিয়ে স্বাধীনতা দিবস পালন করলেন কোক ওভেন থানার ওসি

0
412

ডেটলাইন দুর্গাপুর: মঙ্গলবার দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হলো ৭৭ তম স্বাধীনতা দিবস। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পতাকা উত্তোলনের পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানও। তবে দুর্গাপুরের কোক ওভেন থানার পক্ষ থেকে একটু অন্যভাবে এই বিশেষ দিনটি পালন করা হল। পথশিশুদের সঙ্গে এদিন অনেকটা সময় কাটালেন কোক ওভেন থানার ওসি বিজন সমাদ্দার ও তার সহ আধিকারিকরা। দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি সমাজসেবী সংস্থার পক্ষ থেকে বেশ কিছু দুস্থ ছেলেমেয়েদের পড়াশোনা শেখানো হয়। এই সব শিশুদের সঙ্গে এদিন বেশ কিছুটা সময় কাটান কোক ওভেন থানার ওসি বিজন সমাদ্দার। ওই খুদেদের পড়াশোনা কেমন চলছে,তারা কে কি ভালোবাসে,এসব নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন। কে কত টা পড়াশোনা শিখেছে সেটাও পরখ করেন। বাচ্চারা কেউ কবিতা পাঠ ,কেউ গান আবার ওসির সামনে তারা কেউ কেউ নিজেদের নানা প্রতিভা তুলে ধরে। থানার পক্ষ থেকে এদিন এই সব ক্ষুদে দের পড়াশোনার সামগ্রী ও সঙ্গে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। বিজন বাবু তাদের আরও ভালো করে পড়াশোনা করার পরামর্শ দেন এবং তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। সমাজসেবী সংস্থা দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশনের পক্ষে সন্দীপন বাবু জানান,দুর্গাপুর স্টেশন এলাকা,শিমুলতলা বস্তি সহ আরও কিছু এলাকার এই ধরনের বাচ্চাদের সমাজের মূলস্রোতে ফেরানোর লক্ষ্যে তাদের সারা বছর পড়াশোনা শেখানো হয়। রাতে তাদের খাবারের ব্যবস্থাও তারা করেন। এই সব বাচ্চাদের কেউ ভিক্ষা করে আবার কেউ রাস্তায় ঘুরে বেড়িয়ে পলিথিন কুড়ায়। এদিন কোক ওভেন থানার ওসি বিজন সমাদ্দার তাদের পাশে এসে আশ্বাস দিয়েছেন, এই কাজটা ভালো এবং যেন আমরা এটা চালিয়ে যাই। থানার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। পুলিশের এই ধরনের উদ্যোগে এদিন এই পথ শিশুরাও খুব আনন্দে কাটিয়েছে। কোক ওভেন থানার ওসি বিজন সমাদ্দার জানান,এই সব পথ শিশুরাও যাতে সমাজের মূলস্রোতে ফিরে আসতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here