কোক ওভেন থানার উদ্যোগে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা

0
228

ডেটলাইন দুর্গাপুর: খেলাধুলা শুধু নিছক এক বিনোদন নয়,শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তো খেলার মাঠে খেলোয়াড় ও দর্শক উভয়ের মধ্যেই আনন্দ ও উচ্ছাস সমানভাবেই লক্ষ্য করা যায়। যেমনটি দেখা গেল শনিবার কোক ওভেন থানার পরিচালনায় এক দিবসীয় আদিবাসী মহিলা ফুটবল প্রতিযোগিতার আসরে। এই দিন খেলার শুরুতে কোক ওভেন থানা বনাম মুচিপাড়া ট্রাফিক গার্ড পুলিশের সঙ্গে এক সম্প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে কোক ওভেন থানা ১-০ গোলে মুচিপাড়া ট্রাফিক গার্ডকে পরাজিত করে। এরপর শুরু হয় দুটি আদিবাসী মহিলা দলের খেলা। এতে অংশ নেয় সমহিতা স্পোর্টস একাডেমি এবং এনসিবিসি একাডেমি। মহিলাদের এই খেলা ঘিরে দারুন উৎসাহ লক্ষ করা যায়। দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাই ব্রেকারের সিদ্ধান্ত নিতে হয়। টাইব্রেকারে সমহিতা স্পোর্টস একাডেমি ২-১ গোলে জয়ী হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি কাঁকসা সুমন জাসওয়াল, সিআই বুদবুদ নন্দন মন্ডল, ডঃ নবারুন ব্যানার্জি, ওসি ট্রাফিক মুচিপাড়া অনুপ হাটি সহ অন্যান্য আধিকারিকেরা। কোক ওভেন থানার ওসি বিজন সমাদ্দার এই খেলায় অংশ গ্রহণকারী খেলোয়াড় ও অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here