ডেটলাইন কলকাতাঃ কলেজে ভর্তির নামে ছাত্রছাত্রীদের কাছে টাকা নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিস্কার বলেছেন, ভর্তির ক্ষেত্রে তোলাবাজির ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না। বিষয়টি নিয়ে চাঞ্চল্য দেখা দেওয়ায় আজ কালীঘাটে নিজের বাড়িতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠান তিনি। সেখানে পার্থবাবুসহ অন্য কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে এবিষয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কালীঘাটের বৈঠকের পর হঠাৎই তিনি আশুতোষ কলেজে পরিদর্শনে যান। এই কলেজেই পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভর্তি প্রক্রিয়া খতিয়ে দেখেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বলেন।
পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, নিজের কলেজ বলে পরিদর্শনে এসেছি। ভর্তিতে যাতে কেউ বাধা না পায় সেটা দেখা ছাত্র সংসদের কাজ। এখানে কোনওরকম অভিযোগ পাইনি। অনলাইনে ভর্তিতে কোনও অভিযোগ নেই। তবে যেখানে তোলাবাজি হচ্ছে সেখানে কড়া পদক্ষেপ করবে সরকার। ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। মেধার ভিত্তিতে তাঁরা ভর্তি হোন এটাই আমি চাই। অনেক দুঃস্থ ছাত্র টাকা দি্যে পড়তে পারে না। তাঁদের পড়ার সুযোগ করে দিতে হবে। ছাত্র ইউনিয়নের সদস্যদের অনুরোধ করেন, ছাত্রছাত্রীদের ভর্তিতে সহযোগিতা করার। কারণ তিনি যখন ছাত্র রাজনীতি করতেন তখন ছাত্রছাত্রীদের সহযোগিতা করতেন। এটাই ছাত্র সংসদ বা ছাত্র সংগঠনের কাজ। ছাত্রনেতাদের তিনি মানবিক হয়ে কাজ করার আবেদন জানিয়েছেন।